সিংহের পাওনা অর্থ আদায়ে বিলম্ব, কন্যার উচ্চশিক্ষায় বিঘ্ন
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : সামাজিক সম্মান বৃদ্ধি। রাজনীতিতে সতর্ক থাকতে হবে।
বৃষ : যেকোনো কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তার প্রয়োজন। অবৈধ প্রণয় দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতে পারে।
মিথুন : পাওনা অর্থ উদ্ধার না হওয়ায় হতাশা। ব্যবসায় লাভ খুব মনের মতন হবে না।
কর্কট : সামাজিক কাজে আপনার যোগ্যতার প্রশংসা পাবে। দুস্থ ব্যক্তিকে সাহায্য করে আনন্দলাভ।
সিংহ : খেলোয়াড়দের শুভ। পাওনা অর্থ আদায়ে বিলম্ব। শিল্পীদের ও চাকরিজীবীদের আরও সতর্ক থাকতে হবে।
কন্যা : বেকারদের অস্থায়ী ব্যবসায় শুভ। লাভ বাড়বে। উচ্চশিক্ষায় বিঘ্ন।
তুলা : ঘরে আনন্দ অনুষ্ঠান সপরিবারে কোনো হোটেল রেস্তোরাঁয় খেতে যাওয়ার যোগ বা খাবার অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারেন।
বৃশ্চিক : সংগীতশিল্পী বা যন্ত্র শিল্পীদের হাতে আসা সুযোগের সদ্ব্যবহার না করতে পারায় অনুতাপ।
ধনু : আগুন ও ইলেকট্রিক থেকে সাবধানে থাকুন। পাওনা অর্থ আংশিক উদ্ধার। কর্মক্ষেত্রে উন্নতি।
মকর : কেউ ঠকাতে পারে সাবধানে থাকুন। বন্ধুমহলে সুনাম বৃদ্ধি। লেখাপড়ায় উন্নতি। প্রেমিক-প্রেমিকার আনন্দ ভ্রমণ।
কুম্ভ : ঠান্ডা সর্দি কাশি যাতে না হয় সেদিকে সচেতন থাকুন। কাউকে অর্থ ধার দিলে ফেরত পেতে অসুবিধা হবে।
মীন : বন্ধুদের জন্য সম্মানহানি। পারিবারিক কারোর ব্যবহারে মানসিক বিরক্তি।