গাজীপুর

কোভিড-১৯: গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৭ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে আরও ৪৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ১ জনের।

সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী শুক্রবার (০২ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত ছিল মঙ্গলবার (৩০ মার্চ) ৬৬ জন।

সিভিল সার্জন বলেন, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ২৩৮ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৪৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ৩২ জন, কালীগঞ্জে ৯ জন, কাপাসিয়ায় ৪ জন, শ্রীপুরে ১ জন এবং কালিয়াকৈরে ১ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।”

তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৬৫ হাজার ৮৪৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯৪১ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৩২৪ জন।”

”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৩৭ জনের।”

‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৫ হাজার ২০৮ জন। এছাড়াও কালিয়াকৈরে ৮৩১, শ্রীপুরে ৭৬০ জন, কালীগঞ্জে ৬১৭ জন এবং কাপাসিয়ায় ৫২৫ জন।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button