ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী জলিলকে প্রাণনাশের হুমকি, পোস্টার ছিঁড়ে পুকুরের পানিতে!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জের জাঙ্গালিয়ায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটরসাইকেল) অংশ নেয়া আব্দুল জলিল শেখকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে পুকুরের পানিতে ফেলে দিয়েছে প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা।
এসকল বিষয়ের প্রতিকার চেয়ে রোববার (২৮ মার্চ) রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল শেখ।
অভিযুক্তরা হলো, জাঙ্গালিয়ার বাঙ্গালগাঁও গ্রামের শাহজাহান শেখের ছেলে সোহান শেখ, মৃত বাছির উদ্দিন শেখের ছেলে রতন শেখ, জাঙ্গালিয়া গ্রামের কেরা ভূইয়ার ছেলে জালাল উদ্দিন ভূইয়া, নবু মাঝির ছেলে গফুর মাঝি, দুবুরিয়া গ্রামের মৃত ছাদু মোল্লা ছেলে ছাত্তার মোল্লা এবং পুনসহি গ্রামের মৃত রমিজ উদ্দিন খাঁনের ছেলে আক্তারুজ্জামান খাঁন।
অভিযোগ সূত্রে জানা যায়, ”শনিবার (২৭ মার্চ) জাঙ্গালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিলের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে প্রতিপক্ষ প্রার্থীর অভিযুক্ত কর্মী-সমর্থকরা। এছাড়াও আজমতপুর এলাকায় লাগানো সকল পোস্টার ছিঁড়ে পুকুরের পানিতে ফেলে দিয়েছে।”
অভিযোগ সূত্রে আরো জানা যায়, ”জাঙ্গালিয়ার পুনসহি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান খাঁন বিভিন্ন স্থানে প্রকাশ্যে নির্বাচনী বক্তৃতায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল শেখকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে গেলে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সারওয়ার হোসেনের কর্মীরা পোস্টার লাগাতে বাঁধা দিচ্ছে এবং হুমকি প্রদান করছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহান শেখ বলেন, ”স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা।”
অভিযুক্ত অন্যদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায় নি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সারওয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল শেখ বলেন, ”প্রতিপক্ষ প্রার্থীর কর্মী আক্তারুজ্জামান খাঁন প্রকাশ্যে বক্তৃতায় আমাকে প্রাণনাশের হুমকি প্রধান করছে। এছাড়াও আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে পুকুরের পানিতে ফেলে দিয়েছে।”
তিনি আরো বলেন, ”আমার কর্মী-সমর্থকদেরও হুমকি দেয়া হচ্ছে এবং পোস্টার লাগাতে বাঁধা প্রধান করছে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ সকল বিষয়ের প্রতিকার চেয়ে আমি নিজে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।”
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তুমুলিয়া, বক্তারপুর এবং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ফারিজা নুর বলেন, ”স্বতন্ত্র প্রার্থীর দায়ের করা অভিযোগের বিয়ষে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাঙ্গালিয়ায় চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আমানুল্লাহ দর্জি, জাকের পার্টি মনোনীত মোহাম্মদ আব্দুল্লাহ আল মাদানী খান, স্বতন্ত্র আবদুল জলিল শেখ এবং মো.নেছার উদ্দিন। এছাড়াও মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী সারওয়ার হোসেনের মনোনয়ন বাতিল করেন রিটানিং কর্মকর্তা। পরে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান।
অপরদিকে সংরক্ষিত সদস্য পদে ১০ প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ২৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনযায়ী কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুরসাদী, জামালপুর এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল (রোববার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আরো জানতে…….
ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ
কালীগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের দুই প্রার্থী
কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত আওয়ামী লীগ নেতা মোমেন
ইউপি নির্বাচন: কালীগঞ্জে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীসহ ২৮৮ জনের মনোনয়ন বৈধ
কালীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান ৫ চেয়ারম্যান এবং নতুন ১ প্রার্থী
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ২টার আগে ও ৮টার পরে মাইক বাজানো যাবে না
ইউপি নির্বাচন: কালীগঞ্জের ছয় ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন
ইউপি ভোট: নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষ অনুদান-ত্রাণ বিতরণ নয়
‘মাইম্যান প্রার্থী করতে জনপ্রিয়দের বাদ’, দলীয় ফরম বিক্রি উন্মুক্ত করল আওয়ামী লীগ
কালীগঞ্জের ৬ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল: সীমানা সংক্রান্ত জটিলতায় নাগরী!