বিবাহের যোগাযোগ মকরের, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কুম্ভর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : সন্তানের মতিগতি চিন্তার বিষয়। বুদ্ধিভ্রম, কাজের ক্ষতি। চাকরিজীবীদের জন্য শুভ।
বৃষ : রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়বেন না, সাবধানে থাকুন। উচ্চশিক্ষায় সাফল্য।
মিথুন : পুরনো রোগ থেকে মুক্তি। স্বাস্থ্যভাব শুভ। কর্মক্ষেত্রে অন্যমনস্কতার জন্য বা প্রেমের জন্য ক্ষতি।
কর্কট : বেশি বুদ্ধি বলে পুরনো সমস্যার সমাধান। মূল্যবান দ্রব্যাদি সাবধানে রাখুন।
সিংহ : গৃহে অতিথি সমাগম। খরচা বৃদ্ধি হতে পারে, সাবধান। কোনো বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকুন।
কন্যা : সচেতন থাকুন। কর্মক্ষেত্রে অন্যমনস্কতার জন্য ক্ষতি। একটা মানসিক চাপে অশান্তি থাকবেই।
তুলা : মাথার যন্ত্রণা, ইএনটি সমস্যায় কষ্ট লাভ। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন।
বৃশ্চিক : সাবধানে থাকুন। নিজের লোকের দ্বারাই ক্ষতির সম্ভাবনা। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ। ব্যবসা বা কর্ম শুরু করার সম্ভাবনা।
ধনু : মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। যথাসম্ভব আপসে মীমাংসায় মিটমাট করে নেওয়াই ভালো। মনের বহুদিনের ইচ্ছা পূরণ।
মকর : কর্মক্ষেত্রে পদোন্নতি। রাজনীতিতে শুভ। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ।
কুম্ভ : দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি। কোনো হওয়া কাজ হঠাৎ আটকে যেতে পারে। মানসিক চঞ্চলতা বৃদ্ধি।
মীন : উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকুন। সামাজিক গৌরব বৃদ্ধি। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি।