গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি নিজেই করোনা আক্রান্তের কথা নিশ্চিত করেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এ কে এম হাফিজ আক্তার গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের সন্তান।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হোসেন খান বলেন, বুধবার ডিবি প্রধান হাফিজ আক্তারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তার অন্য কোনো শারীরিক সমস্যা না থাকায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তার শরীরের অক্সিজেন লেভেল স্বাভাবিক রয়েছে। শারীরিক কোনো সমস্যা না থাকায় বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর তাকে অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। এ কে এম হাফিজ আক্তার সর্বশেষ রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্বপালন করেন। এরপর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়।
আরো জানতে………
ডিবি পুলিশের সর্বোচ্চ পদের প্রধান হলেন গাজীপুরের এ কে এম হাফিজ আক্তার
সূত্র: জাগো নিউজ