কালীগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের দুই প্রার্থী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী ।
এর মধ্যে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর মিঞা বাক্কু এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ সব তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই শেষে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর মিঞা বাক্কু ও জাকের পার্টি মনোনীত মো.মনিরুজ্জামান এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো.আব্দুল ছালাম প্রধানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এরপর মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিনের (২৪ মার্চ) মধ্যেই রিটার্নিং অফিসারে কাছ মনোনয়নপত্র প্রত্যাহারে আবেদন জমা করেন তুমুলিয়ায় জাকের পার্টি মনোনীত প্রার্থী মো.মনিরুজ্জামান এবং মোক্তারপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো.আব্দুল ছালাম প্রধান।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর ও রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘’ইতোমধ্যে তুমুলিয়া ইউনিয়ন পরিষদে জাকের পার্টি মনোনীত প্রার্থী মো.মনিরুজ্জামান এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো.আব্দুল ছালাম প্রধান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। ওই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আর কোন প্রার্থী না থাকায় আবু বকর মিঞা বাক্কু এবং আলমগীর হোসেন এখন একক প্রার্থী। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আবু বকর মিঞা বাক্কু এবং আলমগীর হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”
নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর আরো বলেন, ”জামালপুর ইউনিয়ন পরিষদের ২ নং আসনে সংরক্ষিত সদস্য পদে সায়েলা জামান একক প্রার্থী হয়েছেন এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ১ নং আসনে সংরিক্ষিত সদস্য পদের প্রার্থী সেলিনা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। তাই জামালপুরে সায়েলা জামান এবং মোক্তারপুরে ১ নং আসনে হোসনে আরা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”
এছাড়াও ”বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো.জয়নাল আবেদীন শেখ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনযায়ী কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুরসাদী, জামালপুর এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরো জানতে……
কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত আওয়ামী লীগ নেতা মোমেন
ইউপি নির্বাচন: কালীগঞ্জে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীসহ ২৮৮ জনের মনোনয়ন বৈধ
কালীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান ৫ চেয়ারম্যান এবং নতুন ১ প্রার্থী
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ২টার আগে ও ৮টার পরে মাইক বাজানো যাবে না
ইউপি নির্বাচন: কালীগঞ্জের ছয় ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন
ইউপি ভোট: নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষ অনুদান-ত্রাণ বিতরণ নয়
‘মাইম্যান প্রার্থী করতে জনপ্রিয়দের বাদ’, দলীয় ফরম বিক্রি উন্মুক্ত করল আওয়ামী লীগ
কালীগঞ্জের ৬ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল: সীমানা সংক্রান্ত জটিলতায় নাগরী!