‘বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ’: আ ক ম মোজাম্মেল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন স্বত্তা, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। বঙ্গবন্ধু’র নির্মম হত্যাকান্ডের বিচারের মধ্য দিয়ে বাঙালী জাতি আজ কলঙ্কমূক্ত হয়েছে। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
শনিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে এ সব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে সঞ্চালনায় ভার্চুয়াল সভায় আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর তোফায়েল আহমেদ।