ভারত এস-৪০০ মিসাইল কিনলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারত সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বাইডেন প্রশাসনের একদম প্রথমসারির কোনো কর্মকর্তা এই প্রথম ভারতে গেলেন। ভারত-চীন বৈরিতার মধ্যে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরমধ্যেই রাশিয়ার সাথে এস-৪০০ মিসাইল চুক্তি নিয়ে আমেরিকার আপত্তির কথা ফের উস্কে দিলেন এক সিনেটর।
প্রথম থেকেই এই চুক্তি নিয়ে আপত্তি জানিয়ে আসছে মার্কিন প্রশাসন। ক্ষমতায় পালাবদল হলেও ওই অবস্থানে যে বিন্দুমাত্র পাল্টায়নি, ওই বার্তাই ভারতকে পৌঁছে দেয়ার জন্য লয়েডের প্রতি আবেদন জানিয়েছেন বব মেনেনডেজ। তিনি মার্কিন সেনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান।
লয়েডকে যে চিঠি লিখেছেন, তাতে বব জানিয়েছেন, রাশিয়ার সাথে এস-৪০০ মিসাইল চুক্তি নিয়ে ভারত আরো এগুলে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এছাড়া, সামরিক প্রযুক্তি তৈরি ও কেনার ব্যাপারে আমেরিকার সঙ্গে একত্রে কাজ করার কথা ভারতের। কিন্তু, রাশিয়ার সঙ্গে ওই চুক্তি সম্পন্ন হলে কাজের ওই পরিসর অনেকটাই কমে যাবে।
এরপরই লয়েডের কাছে তার অনুরোধ, ভারত সরকারের মন্ত্রী বা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টিও আপনি তুলবেন বলে আশা করি।
সূত্র : বর্তমান