শ্রীপুরের নতুন এসি-ল্যান্ড আব্দুল্লাহ আল মামুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
অপরদিকে একই প্রজ্ঞাপনে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তানিয়া তাবাসসুম তমাকে (১৭৯৮৪) পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ৩৪ ব্যাচের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (১৭৮৯৮) বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কর্মরত রয়েছেন। ২০২০ সালের ১৯ জুলাই তিনি গোসাইরহাট উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নওগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
তাঁর নিজ জেলা খুলনা।
উল্লেখ্য: গত ১৪ মার্চ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: নাজমা নাহার (প্রেষণে-০২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীনকে (১৭৮৪৮) প্রেষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
আরো জানতে….
শ্রীপুরের এসি-ল্যান্ড ফারজানা নাসরীনকে ‘রাজউক’-এ পদায়ন