গাজীপুর সদরের নতুন এসি-ল্যান্ড তানিয়া তাবাসসুম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তানিয়া তাবাসসুম তমাকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
অপরদিকে একই প্রজ্ঞাপনে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে (১৭৮৯৮) পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ৩৫ ব্যাচের কর্মকর্তা তানিয়া তাবাসসুম তমা (১৭৯৮৪) বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় কর্মরত রয়েছেন। ২০২০ সালের ১৬ আগস্ট তিনি মধুখালী উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার নারায়ণগঞ্জ এবং নওগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
তিনি নারায়ণগঞ্জে কর্মরত থাকা অবস্থায় ২০২০ সালের এপ্রিল মাসে পরিবারসহ (স্বামী, মা) কোভিড-১৯ আক্রান্ত হয়ে হয়েছিলেন। সে সময় তিনি কোভিড-১৯ নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছিলেন।
তানিয়া তাবাসসুম তমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্রী ছিলেন। তাঁর নিজ জেলা চাঁদপুর।
উল্লেখ্য: গত ১৪ মার্চ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: নাজমা নাহার (প্রেষণে-০২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম ডি শামসুল আরিফীনকে (১৭৬৫০) প্রেষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
আরো জানতে..
গাজীপুর সদরের এসি-ল্যান্ড এম ডি শামসুল আরিফীনকে ‘রাজউক’-এ পদায়ন