আমেরিকার ঘুম হারাম করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
এছাড়া মার্কিন নতুন প্রশাসনের কর্মকর্তারা দক্ষিণ কোরিয়া ও জাপান সফর শুরু করেছেন। এ অবস্থায় মার্কিন তৎপরতাকে ঐ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সরকারি পত্রিকা ‘রডং সিনমুন’ এক খবরে জানিয়েছে, উনের বোন ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উদ্দেশে বলেছেন, ‘তারা আমাদের মাটিতে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন।’ কিম ইয়ো জং নতুন মার্কিন প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী চার বছর ভালোভাবে ঘুমাতে চাইলে শুরুতেই এমন কাজ না করাই ভালো, যা ঘুম নষ্ট করে দিতে পারে।’
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ২৮ হাজার ৫০০ সেনা মোতায়েন আছে। প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার কাছ থেকে সুরক্ষিত রাখতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়া বরাবর অভিযোগ করে আসছে, হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র এমন কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া যৌথ সামরিক মহড়াকে সব সময় কোরীয় উপদ্বীপের শান্তি বিনষ্টকারী পদক্ষেপ হিসেবে গণ্য করে।