গাজীপুর স্থানীয় সরকার বিভাগের নতুন উপপরিচালক কামরুজ্জামান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর স্থানীয় সরকার বিভাগের নতুন উপপরিচালক হিসেবে মোঃ কামরুজ্জামানকে (উপসচিব) পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ”২০২০ সালের ৩ সেপ্টেম্বর থেকে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন সরদার (সার্বিক) অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের দায়িত্ব পালন করছেন। ওই সময় থেকে এ পর্যন্ত উপসচিব পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে এই পদে পদায়ন করা হলেও কেউ যোগদান করেনি।”
জানা গেছে, মোঃ কামরুজ্জামান (১৬২৭২) বর্তমানে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোসা: নাজমা নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামানকে (উপসচিব) বদলিপূর্বক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ২৭ তম ব্যাচের কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ২০২০ সালের ১৩ জানুয়ারি থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কর্মরত আছেন।
গত ৭ মার্চ তিনি উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
উল্লেখ্য: ২০২০ সালের ১৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের গাজীপুরের উপপরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে উপসচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়। পরবর্তী ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তিনি দায়িত্ব হস্তান্তর করেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে মোঃমনিরুজ্জামানকে গাজীপুরে পদায়ন
মোজাম্মেল হককে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে গাজীপুরে পদায়ন
দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে উপসচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পদায়ন