বিনোদন

মেহজাবীনের ভালোবাসার শক্তি

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : মায়া শাহেদকে অনেক ভালোবাসে। কিন্তু শাহেদ তাকে এড়িয়ে চলে! এই এড়িয়ে যাওয়াকে সহজভাবে মেনে নিতে পারে না মায়া।

একদিন শাহেদের কাছে সে সরাসরি জানতে চায়, তার প্রতি কেন এই অবহেলা? শাহেদও স্পষ্ট জানায়, তাকে তার ভালো লাগে না। সে কোনও দিন তাকে ভালোবাসেনি আর বাসবেও না! অন্যদিকে মায়ার বিয়ে ঠিক হয়ে যায়। বাগদানের সময় ঠিকই পালিয়ে আসে শাহেদের কাছে। শাহেদ কি মায়াকে মেনে নেবে?

এমন গল্পের বুননে নির্মিত হলো মেহজাবীন ও জোভান অভিনীত বিশেষ নাটক ‘পাওয়ার অব লাভ’। আজ (৮ মার্চ) রাত ৯টায় এটি প্রচার হবে এসএ টিভিতে।

আহসান হাবীব সকালের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুব্রত বড়ুয়া, লাবনী রানী উর্মি, নাদিয়া ফারজানা, বাশার বাপ্পি প্রমুখ।
নাটকটি নির্মাণ করেছে প্রযোজনা সংস্থা মিরাকী।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button