জাতীয়সারাদেশ

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে: ইসি সচিব

গাজীপুর কণ্ঠ ডেস্ক : উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খোন্দকার। তিনি বলেন,‘২৯টি পৌরসভা এবং চারটি উপজেলায় উপনির্বাচন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পেয়েছি। তাতে বুঝতে পেরেছি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

রবিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সৈয়দপুরে একজনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন,‘নিঃসন্দেহে কোনও মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এর জন্য সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে ছোটন নামে এক ব্যক্তি আহত অবস্থায় ছিলেন। হসপিটালে নেওয়ার পর মারা যান। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। সুরতহালে এরকমই পাওয়া গেছে। মৃত্যুর কারণ কী পোস্টমর্টেম রিপোর্ট পেলে বলা যাবে।’

ইসি সচিব বলেন, ‘আমি মনে করি, ভোট ভালো হয়েছে। মৃত্যুটি কোনও পুলিশের গুলিতে মারা যায়নি। শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এখন এই মৃত্যু কীভাবে হয়েছে রিপোর্ট পেলে বলতে পারবো। আমাদের মূল্যায়নে এখনও পর্যন্ত বলতে পারি— ভোট ভালো হয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এইটুকু বলতে পারি, যদি কেউ নির্বাচন প্রত্যাখ্যান করেন নিতান্তই সেটা তার ইচ্ছে। সেটা করতেই পারেন। অভিযোগ করলে তদন্ত করে দেখবো।’

সচিব জানান, চারঘাটে ককটেল দুষ্কৃতিকারী চার জনকে গ্রেফতার করা হয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট হয়েছে। প্রতিটি ক্ষেত্রে মাঠে অ্যাকশন ছিল, যার কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সবসময় চায়, সবদল নির্বাচনে অংশ গ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন কমিশন তা প্রদান করবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button