রাশিফল

মিথুনের বিদেশ ভ্রমণ,কুম্ভর আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব যোগ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : মানসিক শক্তি বজায় থাকবে। আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।

বৃষ : ঠান্ডা লাগার প্রকোপ থাকবে। ভ্রমণ যোগ আছে। ব্যয় বাড়বে।

মিথুন : বিদেশ ভ্রমণ যোগ আছে। ভবন তৈরির পরিবেশ আসবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে।

কর্কট : কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। ভবন তৈরির পরিবেশ আসবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে।

সিংহ : বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। পিতার শরীর খারাপ থাকবে। প্রতিপক্ষ দমন থাকবে।

কন্যা : দূরদেশ ভ্রমণ যোগ আছে। পিতার স্বাস্থ্যের জন্য বিদেশ যেতে হতে পারে। ভাগ্যের শুভ পরিবর্তন হবে।

তুলা : স্ত্রীর মেজাজ গরম থাকলেও তার আয় বাড়বে। প্রকাশ্য শত্রুরা অপতৎপরতায় ব্যস্ত থাকলেও তেমন কিছুই হবে না। সংসারে শান্তিময় পরিবেশ থাকবে।

বৃশ্চিক : গায়ে ব্যথা থাকলেও দূরদেশ ভ্রমণ যোগ আছে। স্ত্রীর ঠা-াজনিত রোগ বাড়বে। পাওনা অর্থ আদায়ে শক্তি প্রয়োগের দরকার হবে।

ধনু : ঠান্ডায় পেটের পীড়া বাড়বে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। আয় বাড়বে।

মকর : চর্মরোগ থাকলেও আয় বাড়বে। সন্তান বিদেশ গমন করবে। মায়ের দুর্ঘটনা যোগ আছে।

কুম্ভ : পেট ও রক্তের সমস্যা দেখা দিতে পারে। মায়ের ঠান্ডাসহ অন্যান্য রোগ আক্রমণ করতে পারে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

মীন : সংসারে ঝামেলা দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণ শুভ হবে। ছোট ভাইবোনদের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button