পূবাইলে মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের কড়মতলা এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম তুহিন (২৩)। সে টঙ্গীর শিলমুন এলাকার জনি মিয়ার ছেলে। নিহত তুহিন অটোরিকশার চালক ছিলো।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভুঁইয়া বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে কড়মতলা এলাকায় ক্রিসেন্ট কেমিকেল কারখানা সংলগ্ন সড়কের পাশে মাটির নিচে চাপা দেওয়া ওই যুবকের হাত দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
“নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশটি মাটি চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে অটোরিকশার নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। এরপর দিন রোববার পূবাইলের তুরাগ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় থেকে ওই অটোরিকশাটি ব্যাটারি বিহীন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেছিলেন।