কালীগঞ্জ পৌর নির্বাচনে লড়াই হবে ত্রিমুখ
গাজীপুর কন্ঠ ডেস্ক : জমে উঠেছে কালীগঞ্জ পৌরসভায় ভোটের প্রচার। শীত ও করোনাকে উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিন-রাত চষে বেড়াচ্ছেন পৌরসভার মাঠঘাট। চলছে অবিরাম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি।
পঞ্চম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হতে যাওয়া এই পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। সময় ঘনিয়ে আসায় সামাজিক যোগাযোগের মাধ্যমেও নিজেদের কর্মকাণ্ড ও প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। পৌর এলাকার রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলি ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে।
মেয়র পদে লড়ছেন ৪ জন। কিন্তু ভোটের মাঠে আলোচনা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে। ধারণা করা হচ্ছে, নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। শেষ পর্যন্ত কে জয়ী হবেন- সেটাই এখন দেখার পালা।
কালীগঞ্জ পৌরসভায় মেয়র পদে যারা লড়ছেন, তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস. এম রবীন হোসেন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ মৃধা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. চাঁন মিয়া (হাত পাখা) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. লুৎফুর রহমান (নারিকেল গাছ)।
১৫.২০ বর্গ কি.মি.আয়তন ও ৯ টি সাধারণ ওয়ার্ড নিয়ে ২০১০ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জ পৌরসভার কার্যক্রম শুরু হয়। এবার পৌরসভায় মোট ভোটারের ৩৬ হাজার ৬৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৩১৯ জন।
মেয়র পদে ৪ জন ছাড়াও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ১৭টি ভোট কেন্দ্রে ১২০টি বুথে ভোটগ্রহণ করা হবে।
এলাকায় ভোটারদের মাঝেও বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাররা চাচ্ছেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন তেমন একটা সুষ্ঠু পরিবেশ।
আরো জানতে……..
পৌর নির্বাচন: আতাব উদ্দীনের ‘ঋণ’ কোটি টাকা, বাদল এগিয়ে শিক্ষায়, আকরাম ব্যবসায়ী
পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থ-সম্পদে এগিয়ে আফসার, ‘তথ্য গোপন’ রয়েছে চান্দু মোল্লার!
পৌর নির্বাচন: হাসেম ভূইয়া এগিয়ে অর্থ-সম্পদে, মোমেন মামলায়, আরমান ‘অক্ষরজ্ঞান সম্পূর্ণ’
কালীগঞ্জ পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থে এগিয়ে স্বতন্ত্র, ব্যবসায়ী আ.লীগ, মামলায় এগিয়ে বিএনপি প্রার্থী
কালীগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়ন দাখিল
খসড়া তালিকা অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার ৩৯ হাজার ৮৩৫ জন, ভোট কেন্দ্র ১৭ টি
কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন এস এম রবীন হোসেন
কালীগঞ্জ পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি: ভোট ইভিএমে, থাকবে না সাধারণ ছুটি