রাশিফল

মানসিক শক্তি কমে যাবে কন্যার, তীর্থ ভ্রমণ যোগ মকরের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : পিতার গায়ের ব্যথা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ : স্ত্রীর সম্পত্তি প্রাপ্তি যোগ আছে। এ ছাড়া স্ত্রীর আয়ও বাড়বে। পেটের পীড়া ভোগাবে।

মিথুন : দূরদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। গায়ের ব্যথা বাড়বে। স্ত্রীর জন্য খরচ বাড়বে।

কর্কট : ঠান্ডাজনিত রোগ বাড়বে। সন্তানের স্বাস্থ্যের যতড়ব নিন। শত্রুরা দমন থাকবে।

সিংহ : সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে। মায়ের গায়ের ব্যথা বাড়বে। বন্ধুরা আয়ে সাহায্য করবে।

কন্যা : বাসায় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঠান্ডায় মায়ের রোগ বৃদ্ধি হবে। মানসিক শক্তি কমে যাবে।

তুলা : আয় ও সম্পদ বাড়বে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। প্রকাশ্য শত্রুরা অপতৎপরতা চালাবে।

বৃশ্চিক : গায়ে ব্যথা ও সম্পদ বাড়বে। ধর্মে অনুরাগ বাড়বে। অর্থ বৃদ্ধি হবে।

ধনু : ঠান্ডাজনিত রোগ বাড়বে। আয় বাড়তে পারে। সম্পত্তি বিক্রির পরিবেশ আসবে।

মকর : চর্মরোগ থাকলেও সম্পত্তি বৃদ্ধি হবে। তীর্থ ভ্রমণ যোগ আছে। ব্যয় বাড়বে।

কুম্ভ : ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। ব্যাংকে সঞ্চয় বাড়বে।

মীন : তীর্থ যাত্রা সুফল হবে। কর্ম উপলক্ষে বিদেশে যেতে হবে। সঞ্চয় বাড়বে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button