রাশিফল

বৃহস্পতিবারের রাশিফল, তারিখ- ০৭/০৩/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
বন্ধুর সঙ্গে ব্যবসায় যুক্তর ফলে লাভ বৃদ্ধি। মনের মানুষ সঙ্গে থাকায় জন্য আনন্দ বৃদ্ধি। কাজের চাপে ক্লান্তি বাড়বে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
পেটের সমস্যা বাড়তে পারে। কর্মে সমস্যা। ব্যবসায় লাভ ও সঞ্চয় বাড়বে। প্রেমযোগ মিশ্র।

মিথুন: (২২মে – ২১ জুন) 
মনে ভয়ের সঞ্চার। গৃহ সংস্কার করবার জন্য ব্যয় বৃদ্ধি। ব্যবসায় মিশ্রযোগ। প্রেমে সহযোগিতা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কোনো প্রকার সম্মান নষ্টের সম্ভাবনা। মনের জোরে শত্রু পরাজিত। পথে সমস্যা। প্রেম শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) 
কর্মস্থানে উন্নতির যোগ। বিপরীত লিঙ্গের মানুষ ভাল বন্ধু হতে পারে। আইনি কাজে সাফলতা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
প্রেম অথবা দাম্পত্য জীবনে সমস্যা। সঙ্গীত নিয়ে যারা থাকেন তাদের জন্য শুভ সময়। ব্যবসায় অশান্তি।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
প্রতারিত হওয়ার সম্ভবনা। প্রেম প্রণয়ে সমস্যা। ব্যবসায় বাড়তি বিনিয়োগ ক্ষতি হতে পারে। পিতার সঙ্গে বিবাদ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
চাকরির স্থানে কর্মে সুনাম। প্রিয়জনের থেকে বাজে ব্যবহার পেতে পারেন। প্রেমযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
নতুন কোন কাজের চেষ্টা। গবেষণার কাজে সাফল্য। ব্যবসায় দিকে বাধা আসতে পারে। বাড়তি খরচ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
পথ আঘাত। ব্যবসায় বাধা। কর্মে পরিকল্পনা। কোমরের সমস্যায় ভোগান্তি। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
বাড়িতে কোনপ্রকার চুরি হতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় সতর্কতা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
কোনো ক্ষতির সম্ভবনা। তবে ব্যবসায় শুভ। প্রেমে রাগ, অভিমান বাড়তে পারে। চিকিৎসায় ব্যয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button