গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি খালেদ ও সা.সম্পাদক প্রিন্স

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আলহাজ্ব মো: খালেদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত মঞ্জুর মোর্শেদ প্রিন্স।
এছাড়াও আরো ১৭ পদে আওয়ামী লীগ ও ৩ পদে বিএনপিপন্থী প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধবার দিনব্যাপি জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ আসলাম হোসেন বৃহস্পতিবার সকাল পৌণে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ প্যানেল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি আলহাজ এস এম রমিজ উদ্দিন ও একে এম শারফুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ শেখ হারুন অর রশিদ (পাভেল), কোষাধ্যক্ষ মো: মোর্শেদ আলম, লাইব্রেরি সম্পাদক এসএম খালেদ মাহমুদ রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা শিউলী সুলতানা। এছাড়া সদস্য পদে ১০ জন বিজয়ী হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন অডিটর পদে মো: ফকরুদ্দিন আকবরী (ফখরু), ক্রীড়া মোহাম্মদ মাহফুজুল আলম হীরা। এছাড়া সদস্য পদে একজন বিজয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে ১ হাজার ৭৮৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬০৯ জন ভোট দিয়েছেন।