কালীগঞ্জে কনকনে শীতে রাস্তায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছে আ.লীগ নেতা মোমেন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে চলছে কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ। এতে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিরূপ প্রভাব পড়েছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলেছে কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এমন সময় কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বদরুজ্জামান সরকার মোমেন।
শীতার্ত মানুষের মাঝে গত ২৩ জানুয়ারি থেকে শুরু করে আজ অবধি শীতবস্ত্র বিতরণ করে চলছে বদরুজ্জামান সরকার মোমেন।
সম্প্রতি তুমুলিয়া ইউনিয়নের টিউরির রাস্তায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণের সময় দেখা মেলে আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান সরকার মোমেনের।
শীতবস্ত্র বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানোর সময় এখন। এছাড়াও নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।
তিনি আরো বলেন, গত ২৩ জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যার পর বেড় হয়ে তুমুলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে গভীর রাত অবধি পর্যন্ত হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। কখনো রাস্তায় অথবা দোকানের পাশে বসে থাকা বয়স্ক লোককে নিজ হাতে পড়িয়ে দিচ্ছি শীতবস্ত্র। আবার এলাকার কৃষক, দিনমজুর, রিকশা চালক, আটো চলকের হাতে তুলে দিচ্ছি শীতবস্ত্র। এলাকার হতদরিদ্র যুবকরাও এসে শীতবস্ত্র চেয়ে নিচ্ছে অনেক সময়। কখনো শীতার্ত দোকানীকেও দিচ্ছি শীতবস্ত্র। প্রায় ১৫’শ শীতবস্ত্র বিতরণের লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে প্রায় ৯’শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো শীতবস্ত্রও বিতরণ করা হবে।
তিনি জানান, আমাদের পারিবারিক অর্থায়নে ঢাকার বিভিন্ন মার্কেট থেকে এসব শীতবস্ত্র সংগ্রহ করা হয়েছে। শীতবস্ত্রের মধ্যে রয়েছে উন্নত মানের জ্যাকেট।
তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুক হক সরকার বলেন, ”কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ঠিকাদারি ব্যবসায়ী ও সমাজ সেবক বদরুজ্জামান সরকার মোমেন প্রতিদিন সন্ধ্যার পর বেড় হয়ে তুমুলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে গভীর রাত অবধি পর্যন্ত হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। এতে করে এলাকার হতদরিদ্র বয়স্ক, কৃষক, দিনমজুর, রিকশা চালক, আটো চলকসহ অনেকেই শীত থেকে রক্ষা পাচ্ছেন। তীব্র শীতে এলাকার হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কিছুটা হলেও রক্ষা পাবেন হতদরিদ্র শীতার্তরা।”
স্থানীয়রা বলেন, করোনা মহামারির সময়েও আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান সরকার মোমেন এলাকার হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন। সে সময় তিনি তার পরিবারের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। এছাড়াও প্রায় ১০-১২ বছর যাবৎ শীতের সময় এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলছে সরকার পরিবার।