আইন-আদালত

মানবাধিকার কমিশন আইনি দায়িত্ব পালন করছে না: হাইকোর্ট

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন আইনি দায়িত্ব পালন করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

মিরপুরের গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে বুধবার (৬ মার্চ) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি অব বাংলাদেশের করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

শুনানিকালে আদালত বলেন, ‘যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন শুধু একের এক রিপোর্টই দিয়ে যায়, এটা মানবাধিকার কমিশনের কাজ নয়। কমিশনের আদেশ প্রতিপালন না করলে কমিশনের পক্ষ থেকে হাইকোর্টে আসতে পারে। কিন্তু কমিশন আজ পর্যন্ত হাইকোর্টে আসেনি। এটা আইনের মারাত্মক লঙ্ঘন।’

আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেছেন, খাদিজাকে অত্যাচার ও নির্যাতনের বিষয়ে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, ওই অভিযোগটি নিষ্পত্তির বিষয়ে মানবাধিকার কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এটা আইনসম্মত নয়। চার সপ্তাহের রুল জারি হলেও রুল প্রস্তুত হওয়ার পরেও মানবাধিকার কমিশন এটি শুনানির জন্য আইনজীবী নিয়োগ করেনি। শুনানিরও উদ্যোগ নেয়নি। এটা দুঃখজনক।

পরে ব্যারিস্টার আব্দুল হালিম জানান, গত ১০ জানুয়ারি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ প্রতিকার দিতে জাতীয় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ২০১৩ সালে রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় কেন পদক্ষেপ নেওয়া হয়নি সে ব্যাপারে আগামী এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবের প্রতি নির্দেশ দেন আদালত। ওই রুলের শুনানি শুরু করতে প্রস্তুতি না নেওয়ায় আদালত ক্ষোভ প্রকাশ করেন। পরে আগামী ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করে দেন আদালত।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button