টঙ্গীতে ‘পুলিশের সোর্স’কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি : মাদকের ট্রানজিট পয়েন্টখ্যাত টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন জিআরপি বস্তিতে প্রকাশ্য দিবালোকে পুলিশের এক পেশাদার সোর্সকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে মাদক কারবারিরা তাকে হত্যার পর পালিয়ে যায়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোর্সের নাম জাকির হোসেন (৫৫)। তিনি বরগুনা জেলার পাগড়গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। সে পূবাইল থানার হারবাইদ এলাকায় ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানান, টঙ্গী জিআরপি কলোনি বস্তির সামনের রাস্তায় মঙ্গলবার সাড়ে ৩টায় জাকিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, জাকির একজন পেশাদার সোর্স ও ব্যক্তি হিসেবে ভালো লোক ছিলো, সে আইন-শৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে নিরপরাদ বা ভাল মানুষকে কখনো হয়রানি করেনি।
জাকিরের স্ত্রী লাইলী বেগম জানান, দুপুর ৩টার দিকে জাকিরের মোবাইলে একটি ফোন আসে। এর পর সে বাসা থেকে বেরিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে জাকিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, জাকিরের ডান ও বাম উরুতে রগ কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহত জাকির থানা পুলিশের সোর্স ছিল না, বরং সে ডিবি পুলিশের সোর্স পরিচয় দিতো। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।