পাকিস্তানি কনের সঙ্গে বিয়ে স্থগিত ভারতীয় পাত্রের!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব ছড়িয়েছে রাজনীতি, অর্থনীতি বিশেষ করে শেয়ার বাজারে। এখন দুই দেশের এমন উত্তেজনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গেছে বিয়েও। নির্দিষ্ট দিনে পাকিস্তানি কনেকে ঘরে তোলা হচ্ছে না ভারতীয় পাত্রের।
এনডিটিভি জানায়, রাজস্থানের সীমান্ত জেলার এক গ্রামের বাসিন্দা মহেন্দ্র সিংয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় পাকিস্তানের সিন্ধু প্রদেশের অমরকোট জেলার সিনোই গ্রামের চাগন কানওয়ারে সঙ্গে।
পাত্রীকে ঘরে তুলে আনতে পাকিস্তান যাওয়ার কথা ছিল মহেন্দ্রের। কিনেছিলেন ট্রেনের টিকিটও। কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার কারণে বাতিল হয়ে যায় সেই ট্রেন যাত্রা।
জানা গেছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে একমাত্র ট্রেন যোগাযোগ ‘সমঝোতা এক্সপ্রেসের’ টিকিট কিনেছিলেন পাত্র মহেন্দ্র । সোমবার ও বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর এবং ভারতের আট্টারির মধ্যে এই ট্রেন চলে।
পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যে পাকিস্তান কর্তৃপক্ষ এ ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়।
সংবাদ সংস্থা এএনআইকে মহেন্দ্র বলেন, “ভিসা পেতেই অনেক সমস্যার মুখোমুখি হই আমরা। মন্ত্রী গজেন্দ্র সিংয়ের সঙ্গে যোগাযোগ করি, তার কারণে আমরা পাঁচজনের ভিসা পেয়েছিলাম। আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম এবং আত্মীয়-স্বজনদের কাছে বিয়ের কার্ডও দিয়ে দিয়েছি।”
তিনি জানান, ৮ মার্চ ছিল তাদের বিয়ের নির্ধারিত দিন। দুই দেশের মধ্যে পরিস্থিতি খারাপ হওয়ায় বিয়ের দিনটি পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন মহেন্দ্র।