বিনোদন

আসছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বায়োপিক (ভিডিও)

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বায়োপিক নির্মাণ করছেন বলিউডের নির্মাতা রাম গোপাল বর্মা।

শনিবার (২৩ জানুয়ারি) রাম গোপাল তার টুইটার পোস্টে ‘ডি কোম্পানি’ শিরোনামের এ সিনেমাটির টিজার শেয়ার করেন।

গ্যাংস্টার ঘরানার সিনেমা বানাতে পছন্দ করেন রাম গোপাল বর্মা। এবার পছন্দের ধাঁচের সিনেমাই বানাচ্ছেন তিনি। টুইটারে টিজারটি শেয়ার করে তিনি বলেন, ‘ডি কোম্পানি’ শুধু দাউদ ইব্রাহিম সম্পর্কে নয়, বরং তার ছত্রছায়ায় যারা বাঁচতেন এবং যারা মারা গেছেন – তাদেরই গল্প ফুটে উঠবে এ সিনেমায়।

ইতোপূর্বে অনেক সিনেমাতেই মাফিয়া গ্যাংদের কাহিনি দেখা গেছে। ভারতের সর্বকালের সবচেয়ে ক্ষমতাধর অপরাধ সংগঠনটির জন্ম ও উত্থানের পেছনে কারা ছিলেন তা তুলে ধরার চেষ্টা করা হবে ‘ডি কোম্পানি’তে। কয়েক দশক ধরে তারা মুম্বাই শহরকে হাতের মুঠোয় নিয়ন্ত্রণে রেখেছিল। দাউদ ইব্রাহিমের নামানুসারে গ্যাংটির নাম হয় ‘ডি কোম্পানি’।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button