কর্কটের শত্রুরা তৎপর থাকবে, সিংহের হৃদরোগ বাড়বে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : আয় বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ : ঠান্ডাজনিত ও পেটের রোগ বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। আয় থেকে ব্যয় বাড়বে।
মিথুন : দূরদেশ ভ্রমণ যোগ আছে। স্ত্রীর ডায়াবেটিস বাড়বে। তবে তার আয় বাড়বে।
কর্কট : প্রশাসন বিরুদ্ধে থাকবে। শত্রুরা তৎপর থাকবে। অর্থ সঞ্চয় বাড়বে।
সিংহ : বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। হৃদরোগ বাড়বে। পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা আছে।
কন্যা : দূরদেশ ভ্রমণ সফল হবে। সন্তানের কাজে পদোন্নতি হবে। আয় উন্নতি ভালো নয়।
তুলা : মায়ের হৃদরোগ বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো না থাকলেও আয় বাড়বে। প্রকাশ্য শত্রুরা অপতৎপরতায় লেগে থাকবে।
বৃশ্চিক : ছোট ভাইবোনের স্বাস্থ্যের অসুবিধা থাকলেও কর্মে উনড়বতি আছে। নিজের ও স্ত্রীর গায়ের ব্যথা ও ঠান্ডাজনিত রোগ আক্রমণ করবে। আয় বাড়তে পারে।
ধনু : ডায়াবেটিস ও আয় বাড়বে। ঠান্ডা রোগ বাড়তে পারে। সংসারে শান্তি থাকবে।
মকর : হৃদ দুর্বলতা ও রক্তচাপ সমস্যা বাড়বে। ব্যয় বাড়বে। সন্তান বিদেশগমন করবে।
কুম্ভ : মায়ের ঠান্ডা ও কিডনি রোগ বাড়বে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। ধর্ম বিষয়ে লেখালেখি বাড়বে।
মীন : স্বল্প ভ্রমণ লাভজনক হবে। অর্থ সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে আনন্দময় পরিবেশ বিরাজ করবে।