জয়দেবপুরে ইলেকট্রনিক্সের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : অগ্নিকাণ্ডে জয়দেবপুরে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানর মামলামাল পুড়ে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ভোর ৬ টার দিকে মসজিদ রোড এলাকায় আকন্দ ম্যানশনের ‘মেসার্স রাজু এন্টারপ্রাইজে’ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে দ্রুতই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে দোকান ও ভেতরে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান, ওভেন, গ্যাসের চুলাসহ বিভিন্ন মামলামাল পুড়ে যায়।
দোকানের মালিক মো. আশরাফুল ইসলাম জানান, দোকানে বৈদ্যুতিক সামগ্রী, বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, ফ্যান, ওভেন, গ্যাসের চুলা ও ইলেকট্রিক মালামাল ছিল। এরমধ্যে বেশিরভাগই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
তিনি আরও বলেন, মামলামাল পুড়ে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।