করোনায় আক্রান্ত রাম চারণ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তার কোনো উপসর্গ নেই। কিন্তু নমুনা পরীক্ষা করলে তার শরীরে করোনা শনাক্ত করা হয়। নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে নিজেই এই তথ্য জানিয়েছেন রাম চরণ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
ওই রাম চরণ লিখেছেন, আমার করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। কোনো লক্ষণ নেই এবং আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। আশা করি শিগগিরই আরো শক্তি সঞ্চয় করে ফিরবো। এছাড়াও গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, গত মাসে রাম চরণের বাবা অভিনেতা চিরাঞ্জিভিও করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু পরে জানা গিয়েছিল, পরীক্ষায় ত্রুটির কারণে তার ফলাফল ‘পজিটিভ’ আসে। আসলে তিনি করোনায় আক্রান্ত হননি।