আন্তর্জাতিকআলোচিত

ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টানা ২৭ সপ্তাহের বিক্ষোভ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরাইল জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় অব্যবস্থাপনা ও অদক্ষতার জন্য এই বিক্ষোভ হচ্ছে।

শনিবার এ বিক্ষোভের মধ্যদিয়ে টানা ২৭ সপ্তাহ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। পবিত্র আল-কুদস শহরে অবস্থিত নেতানিয়াহুর সরকারি বাসভবন অভিমুখী রাস্তাগুলো বিক্ষোভকারীরা বন্ধ করে দেয়। প্রায় তিন হাজার বিক্ষোভকারী প্যারিস চত্বরে বিক্ষোভ করে তবে পুলিশ তাদেরকে জোর করে সরিয়ে দেয়।

কোথাও কোথাও বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। পুরো ইসরাইল থেকে গতকাল বিক্ষোভ করার সময় মোট ছয়জনকে আটক করা হয়েছে। নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এরইমধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ নামে অভিহিত করেছেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button