কালীগঞ্জে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ‘মুদি দোকানে আটকে রেখে ধর্ষণ’: ধর্ষক গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : এবার কালীগঞ্জের খলাপাড়া মিল গেইট এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) মুদি দোকানে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেন (২৫) নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে তাকে খলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান।
গ্রেপ্তার ধর্ষক জাবের হোসেন খলাপাড়া মিল গেইট এলাকার ফরহাদ শিকদারের ছেলে। সে এলাকায় মুদি দোকান পরিচালনা করে।
ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাড়ি খলাপাড়া মিল গেইট এলাকায়। সম্প্রতি তার বাবা মারা গেছে। তার মা সৌদি আরব প্রবাসী। ভুক্তভোগী খলাপাড়া এলাকার শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ‘ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাড়ীর পাশে ধর্ষক জাবেরের মুদি দোকান। গত ২০ ডিসেম্বর (রোববার) আনুমানিক রাত ৯ টার দিকে ওই শিক্ষার্থী জাবেরের মুদি দোকান পণ্য কিনতে যায়। পরে তাকে জোর পূর্বক দোকানে আটকে রেখে ধর্ষণ করে জাবের। একপর্যায়ে শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে জাবের পালিয়ে যায়। ধর্ষণের ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে খলাপাড়া এলাকা থেকে ধর্ষক লম্পট জাবের হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ’।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছে। বুধবার ভোরে খলাপাড়া এলাকা থেকে ধর্ষক জাবের হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।
এ সংক্রান্ত আরো জানতে……..
কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার
কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক
কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!
কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা
কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক
কালীগঞ্জে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ, লম্পট সোহেল গ্রেপ্তার