রাশিফল

বৃষের স্নায়ু দুর্বলতা লাঘব হবে, মীনের ভ্রমণের বাধা দূর হবে

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে। পিতার গায়ে ব্যথা, স্নায়ু ও রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আয় সন্তোষজনক নয়।

বৃষ : পেটের পীড়া থাকলেও দলিলপত্রের কাজ সমাধা হবে। স্ত্রীর আয় বাড়বে। স্নায়ু দুর্বলতা লাঘব হবে।

মিথুন : দলিল বা কাগজপত্রের কাজ দ্রুত সম্পন্ন হবে। স্ত্রীর গায়ের ব্যথা ও স্নায়ু দুর্বলতা বাড়বে। ব্যয় বাড়বে।

কর্কট : স্নায়ু দুর্বলতা ও গায়ের ব্যথা বাড়বে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন। দূরের ভ্রমণ শুভ।

সিংহ : সন্তানের স্বাস্থ্যহানী হবে। স্ত্রীর আয় বাড়বে। বন্ধুরা দূরে সরে যাবে।

কন্যা : মায়ের স্নায়ু দুর্বলতা বেড়ে যাবে। স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হতে পারে। ভ্রমণ শুভ।

তুলা : প্রতিবেশী জমি ক্রয় করা সম্ভব হবে। আয় বাড়বে। ঠান্ডা ও স্নায়ু রোগ বাড়বে

বৃশ্চিক : আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। সন্তানের বিদেশ গমন কার্যকরী হবে।

ধনু : স্নায়ুজনিত রোগ বাড়বে। খরচ বাড়বে। মায়ের স্বাস্থ্যের ভালোভাবে যত্ন নিন।

মকর : স্বল্প ভ্রমণ কার্যকরী হবে। জমি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। ব্যয় বাড়বে।

কুম্ভ : ব্যাংকের ঝামেলা মিটে যাবে। আয় বাড়বে। কর্মক্ষেত্রের খারাপ পরিবেশ দূর হবে।

মীন : ঠান্ডায় স্নায়ু পীড়া বাড়বে। ভ্রমণের বাধা দূর হবে। কর্মক্ষেত্রের হিসাবপত্রে ঝামেলা দূর হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button