কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১২) ধর্ষণ চেষ্টার মামলায় আব্দুল মান্নান (৩৫) নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল মান্নান ওই শিক্ষার্থীর চাচাতো চাচা হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে বক্তারপুর ইউনিয়নের খৈকড়া নিজ তাল্লুক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।
গ্রেপ্তার আব্দুল মান্নান কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের খৈকড়া নিজ তাল্লুক এলাকার শহীদুল্লার ছেলে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী একই বাড়ির প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ।
স্থানীয় ইউপি সদস্য কাজী রিপন ও স্থানীয়রা বলেন, ‘সোমবার বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে লম্পট মান্নান। পরে শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে মান্নান পালিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মান্নান ওই শিক্ষার্থীর বাবার চাচাতো ভাই হয়’।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে অভিযুক্ত মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে’।
এ সংক্রান্ত আরো জানতে……..
কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক
কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!
কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা
কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক