রাশিফল

দাম্পত্য কলহ সৃষ্টি হবে কন্যার, ভ্রমণে দুর্ঘটনা যোগ মীনের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : নিজের আয় ভবনে ব্যয় হবে। ঠিকাদারি/যন্ত্রপাতির ব্যবসায় অর্থলগ্নি হবে। তবে স্ত্রীর আয় বাড়বে।

বৃষ : পেটের পীড়া কিছুটা উপশম হবে। তবে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। ভ্রমণে সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

মিথুন : কর্মক্ষেত্রে ঝমেলা-দ্বন্দ্ব দেখা দেবে। স্নায়ুদুর্বলতা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

কর্কট : স্বল্প ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। পিতাকে সাবধানে রাখুন। সন্তানের বিদেশে গমন যোগ আছে।

সিংহ : স্বামী-স্ত্রী উভয়ের আয় বাড়বে। মায়ের চর্মরোগের ভয় আছে। সংসারে দ্বন্দ্ব/ঝগড়া দেখা দেবে।

কন্যা : ঠান্ডাজনিত রোগ দেখা দেবে। দাম্পত্য কলহ সৃষ্টি হবে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব পরিহার করুন।

তুলা : বিদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। আয় বাড়বে; কিন্তু দেহে যৌন রোগ ও মাংসপেশির শিথিলতা দেখা দেবে।

বৃশ্চিক : স্নায়ু পীড়া দেখা যায়। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

ধনু : ব্যবসায় অর্থলগ্নি হবে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। আয়ের প্রতি নজর দিন।

মকর : স্নায়ু, চর্ম ও রক্ত সমস্যায় ভুগতে হবে। বিদেশ ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। স্বল্প ভ্রমণ এড়িয়ে চলুন।

কুম্ভ : আয় বাড়বে। তবে সংসারে ঝামেলা দেখা দেবে। কর্মব্যস্ততা বাড়বে।

মীন : ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। নিজের ও স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন। পিতারও স্বাস্থ্যের নানা সমস্যা দেখা দেবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button