গাজীপুর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহীদ ময়েজউদ্দিন সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button