সিংহের কর্মক্ষেত্রে ঝগড়ার সম্ভাবনা, বৃশ্চিকের টাকা সঞ্চয় হবে কম
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা দেবে। ব্যয় বাড়বে। সংসারে ঝামেলা বাধবে।
বৃষ : পেটের পীড়া বাড়বে। দূর দেশ ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। মনে অতৃপ্তি বাড়বে।
মিথুন : কর্মক্ষেত্রে গোলযোগ লাগবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। ভ্রমণে সতর্ক থাকুন।
কর্কট : বিদেশের সঙ্গে মেশিন ও যন্ত্রাংশ ব্যবসা ভাল চলবে। টাকা সঞ্চয় হবে কম। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
সিংহ : দলিলপত্র নিয়ে মামলা-মকদ্দমা বাধতে পারে। কর্মক্ষেত্রে ঝগড়া বাধার সম্ভাবনা আছে। স্ত্রীর আয় বাড়তে পারে।
কন্যা : ডায়াবেটিস বাড়তে পারে। দাম্পত্য কলহ শুরু হতে পারে। পিতার ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে।
তুলা : নানা রোগে আক্রান্ত হতে পারেন। স্ত্রীর আয় বাড়বে। কাজে দৃঢ় মনা হলে লাভ হবে।
বৃশ্চিক : গায়ে ও স্নায়ু ব্যথা বাড়তে পারে। ধর্মের প্রতি অনুরাগ বাড়তে পারে। স্ত্রীর ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
ধনু : স্নায়ু দুর্বলতার জন্য হৃদয়ে আঘাত আসতে পারে। মায়েরও দুর্ঘটনা দেখা দিবে। মাংসপেশির শিথিলতা বাড়বে।
মকর : চর্মরোগে ভোগাবে। আত্মীয়দের সঙ্গে ঝগড়া বাধতে পারে। সন্তানের বিদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
কুম্ভ : আয় বাড়বে। তবে সংসারে ঝামেলা বাধতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
মীন : স্নায়ু রোগে অস্ত্রোপচার হতে পারে। স্বল্প ভ্রমণ ভাল হবে না। মেজাজ ঠান্ডা রাখুন।