মিথুনের অর্থ সঞ্চয় হবে, মীনের বিয়ের যোগ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : যৌন ব্যাধি ও ডায়াবেটিস বাড়বে। ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পাবে। পাওনা অর্থ আদায় হতে পারে।
বৃষ : পেটের পীড়া থাকবে। সন্তানের বিয়ের ব্যাপারে কথাবার্তা অগ্রগতি হবে। বিদেশ ভ্রমণ যোগ আছে।
মিথুন : নতুন বন্ধু জুটবে। মায়ের অসুখ বাড়তে পারে। কিছু অর্থ সঞ্চয় হবে।
কর্কট : বাড়ীতে আত্মীয়দের আগমন ঘটবে। কাজ উপলক্ষে বিদেশ যেতে হবে। কাজে ব্যস্ততা বাড়বে।
সিংহ : আয় বাড়বে। পরিবারে নতুন শিশুর জন্ম হবে। পিতার বিদেশ গমন আছে।
কন্যা : ডায়াবেটিস ও যৌনরোগ বাড়বে। সমাজে বদনাম রটতে পারে। স্ত্রীর আয় বাড়বে।
তুলা : রক্ত চাপের সমস্যা দেখা দেবে। ফলে মনোবল কমে যাবে। বিদেশ ভ্রমণে অহেতুক খরচ বাড়বে।
বৃশ্চিক : গায়ে ব্যথা থাকবে। ঠান্ডাজনিত রোগ বাড়বে। সামান্য অর্থ সঞ্চয় হবে।
ধনু : স্নায়ু দুর্বলতা ও পেটের রোগ কষ্ট দেবে। সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে। নৌযানে যোগাযোগ বাড়বে।
মকর : চর্মরোগ বিরক্ত করবে। পিতার স্বাস্থ্য ভাল যাবে না। সন্তানের পেটের পীড়া বাড়বে।
কুম্ভ : স্বল্প ভ্রমণ আনন্দময় হবে। স্ত্রীর আয় বাড়তে পারে। সংসারের ঝামেলা এড়িয়ে চলুন।
মীন : মাংস পেশির দুর্বলতা দেখা দেবে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। আয় বাড়বে।