কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সফিকুল ইসলাম পলাতক রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জের ভাটিরা এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নেছার উদ্দিন।
অভিযুক্ত সফিকুল ইসলাম ভাটিরা এলাকার জুমুর উদ্দিন বেপারীর ছেলে। সে রাজমিস্ত্রীদের সহকারী হিসেবে কাজ করে। সফিকুল ওই গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে ভুক্তভোগী গৃহবধূ (৫২) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়ির বাহিরে ছিলেন। স্বামী বাড়ি ফিরতে দেরি হওয়ায় গৃহবধু ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে সফিকুল ইসলাম তার ঘরের দরজায় কড়া নাড়ে। ওই সময় স্বামী এসেছে ভেবে দরজা খুলে দেয় গৃহবধূ। তখন সফিকুল গৃহবধূকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে গৃহবধূর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে সফিকুল। এরপর গৃহবধূকে উলঙ্গ অবস্থায় ফেলে সফিকুল পালিয়ে যায়। পরে মুখের বাঁধন খুলে গৃহবধূ ডাক চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
কালীগঞ্জ থানায় কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নেছার উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সফিকুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে’।
আরো জানতে…..
কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক