পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিল কলেজ ছাত্রী?
গাজীপুর কণ্ঠ : মহানগরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জান্নাতুল ফেরদৌস লীমু (১৭) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের পূবাইল কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লীমু পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক শাখায় একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিল।
সে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ছোট কয়ের গ্রামের রুহুল আমিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে পূবাইল কলেজ গেইট এলাকায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয় লীমু। এতে মুহূর্তেই তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, ট্রেনটি হর্ন বাজালেও জান্নাতুল রেললাইন থেকে সরেননি। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে পারেনি স্থানীয়রা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ্ আলম জানান, পূবাইল কলেজ গেইট এলাকায় জান্নাতুল ফেরদৌস লীমু (১৭) নামে এক ছাত্রী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে নিহতের স্বজন ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের বাড়ি যায়। সেখানে নিহতের পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।