গাজীপুর

কাপাসিয়ায় খুচরা বাজারে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বিজ্ঞপ্তি জারি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় খুচরা বাজারে সরকারের নির্ধারিত ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রসাশন।

শুক্রবার (১৬ অক্টোবর) কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. ইসমত আরা বিষয়টি জানান।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. ইসমত আরা বলেন, ‘সম্প্রতি কাপাসিয়া উপজেলার কিছু বাজারে পাইাকারী ও খুচরা আলু অসাধু বিক্রেতারা সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে আলু বিক্রি করছে। যা অযৌক্তিক ও কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। তাই সরকারের নির্ধারিত দামে অর্থাৎ ভোক্তা পর্যায়ে খুচরা ৩০ টাকা কেজি দামে বিক্রি করতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেউ এর ব্যত্যয় ঘটালে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি’।

জানা যায়, প্রতিকেজি আলুর দাম হিমাগারে ২৩ টাকা, পাইকারিতে ২৫ টাকা এবং খুচরা বাজারে ৩০ টাকা দরে বিক্রি নিশ্চিত করতে গত ১৪ অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদফতর।

একই সঙ্গে উল্লেখিত দামে কোল্ডস্টোরেজ, পাইকারি বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রেতাসহ তিন পক্ষই যাতে আলু বিক্রি করেন সেজন্য কঠোর মরিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে ডিসিদের কাছে পাঠানো হয়েছে চিঠি। এই দামে আলু বিক্রি না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

 

আরো জানতে……..

খুচরা বাজারে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button