গাজীপুর কণ্ঠ ডেস্ক : ফেনী ১ , বগুড়া ৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপার্সনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৩টি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানায়।
শুনানিতে প্রার্থীতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার। এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ জন।
এর আগে শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদনগুলোর শুনানি নিয়ে বিকাল ৫টা পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখে নির্বাচন কমিশন।
খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।