গাজীপুর

কালীগঞ্জ থানার ওসি পরিচয়ে বিকাশে টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ থানার ওসি পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সহিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ টাকা ও মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার (০৯ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাকিব হাসান।

গ্রেপ্তার ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সহিদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থানার রামনগর এলাকার রুশমত আলীর ছেলে।

কালীগঞ্জ থানা ও ভুক্তভোগী সূত্রে জানা যান, ওসমান নিজেকে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানার ওসি বা ওসি (তদন্ত) হিসেবে নিজের মিথ্যা পরিচয় দিয়ে ও ওইসব কর্মকর্তাদের নাম ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা-কর্মীদের মোবাইলে ফোন করতো। পরে মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করে এবং মাধ্যমে প্রতারণার মাধ্যমে বিকাশের টাকা আদায় করে হাতিয়ে নিয়েছে।

আরো জানা যায়, সম্প্রতি সে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলামের পরিচয় দিয়ে কালীগঞ্জের এক পোল্ট্রি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মোয়াজ্জেম হোসেন মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ওসমানের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার ওসমানকে জিএমপি’র পূবাইল থানার মীরের বাজারের (মাজু খান) রেলক্রসিং এলাকা হতে ওসমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী শিরিন আক্তারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া ৩ লাখ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাকিব হাসান বলেন, গ্রেপ্তার ওসমানকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button