খেলাধুলা

বাফুফে সভাপতিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাম্প কমান্ডার আবদুস সাদেক। তিনি বিভিন্ন সময়ে বয়সভিত্তিক ও সিনিয়র জাতীয় দলের ক্যাম্প কমান্ডার ছিলেন। তাঁর কাজ সাধারণত খেলোয়াড়দের খাবার, অনুশীলনে ও ম্যাচে বিভিন্ন সামগ্রী সরবরাহ করা। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ দুই অর্থবছরে বাফুফের কাছে তাঁর পাওনা ১৭ লাখ ৯১ হাজার ২০ টাকা।

বাফুফের সঙ্গে এ নিয়ে কয়েকবার যোগাযোগ করেছেন। কিন্তু অর্থ পাওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি না হওয়ায় ৩ ফেব্রুয়ারি উকিল নোটিশ পাঠিয়েছিলেন তিনি। উকিল নোটিশের জবাব দেওয়ার সময় ছিল সাত দিন। কিন্তু কোনো জবাব না পাওয়ায় আরও কয়েক দিন অপেক্ষা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির ২৪ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

গণমাধ্যমকে সাদেক জানান, তারা (বাফুফে) আমার উকিল নোটিশের কোনো জবাব দেননি। জবাবের তারিখ পার হয়ে যাওয়ার পর আরও কয়েক দিন অপেক্ষা করেই সভাপতি কাজী সালাউদ্দিনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছি। মামলাটি হয়েছে সিভিল কোর্টে ঢাকা পঞ্চম জজ আদালতে। প্রথম শুনানি তারিখ ১৮ ই মার্চ।

তবে মামলার কোনো কপি এখনো বাফুফের হাতে পৌঁছায়নি। অন্যদিকে সাদেকের নামে পাল্টা উকিল নোটিশ পাঠিয়ে তাঁর বিল ভাউচারের কাগজপত্র চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, আমরা এখনো মামলার কপি পাইনি। তবে আমরা সাদেককে ১৪ দিনের মধ্যে তাঁর পাওনা বিল ভাউচার জমা দেওয়ার জন্য উকিল নোটিশ পাঠিয়েছি। যার মেয়াদ শেষ হবে ১ মার্চ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button