আলোচিত

‘অস্ত্রধারী কীভাবে বিমানে উঠল?’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। তবে পাইলট জরুরি অবস্থায় বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে কমান্ডো অভিযান চালিয়ে অস্ত্রধারী ব্যক্তিকে আটক করা হয়।

পরে সে মারা যায় বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনার ব্যাপারে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ করেই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে। যতদূর জানতে পেরেছি, বিমানে একজন অস্ত্রধারী ব্যক্তিকে পাওয়া গেছে। সেটা যদি সত্যিই হয় তাহলে আমাদের জানতে হবে এই অস্ত্রধারী কীভাবে বিমানে উঠল? এটা বড় ধরনের প্রশ্ন। এখানে নিরাপত্তার ত্রুটি থাকতে পারে।’

বিমানটি অবতরের পর জরুরি গেট তথা বিমানের ডানা দিয়ে যাত্রীদের নিরাপদে বের করে নিয়ে আসা হয়। কোনো ধরনের ইনজুরি ছাড়াই নিরাপদে বের হন যাত্রীরা।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহেদুল আরও বলেন, ‘এটা আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হয়। এখানে ফ্লাইটিং দরজা খুলেও যাত্রীদের বের করা যেত। যাত্রীরা যে কোনো ধরনের ইনজুরি ছাড়া নিরাপদে চলে আসতে পেরেছেন সেটাই বড় পাওয়া। এটাই আমাদের বড় সাফল্য। এজন্য আমি বিমানের ক্যাবিন ক্রুদের ধন্যবাদ জানাব। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে।’

বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

 

এ সংক্রান্ত আরো জানতে…….

বিমান ছিনতাই চেষ্টা ব্যর্থ, অভিযানে ছিনতাইকারী নিহত

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button