আইন-আদালত

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের হয়েছে।রিটটি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ।

রোববার ছাত্রদলের ওই নেত্রীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।আইনজীবী কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিট আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। অথচ ভোটার তালিকায় তার নাম নেই।এজন্য তিনি বিদ্যমান বিধি অনুযায়ী নির্বাচন করতে এবং ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি চ্যালেঞ্জ করে ওই নেত্রী রিট আবেদন করেছেন।

প্রসঙ্গত, ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীয়াশীল সব সংগঠন অংশ নিচ্ছে। তবে নির্বাচনে প্যানেল দেবে বলে জানালেও হলের বাইরে ভোটগ্রহণসহ ৭ দফা দাবি জানিয়ে আসছে ছাত্রদল।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button