নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আটজন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ আটজনন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফারিজা নূর আটজনের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়া আটজনের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল ইসলাম অলি এবং বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) নাগরী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রহিম সরকার।
এছাড়াও স্বতন্ত্র হিসেবে জমা দেওয়া অন্য ছয়জন হলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (আইনজীবী) সিরাজ মিয়া, কালীগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, নাগরী ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদ মোজ্জাম্মেল হক কাকন, আওয়ামী লীগ গড়নার পানজোরা গ্রামের মাজিদুল ইসলাম মাসুদ, রাথুরা গ্রামের মোজ্জাম্মেল হক এবং নগড়ভেলা সাখওয়াত হোসেন মামুন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের তালিকা অনুযায়ী নাগরী ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে ১৪ হাজার ১৫৯ জন পুরুষ ও ১৩ হাজার ৭৭১ জন মহিলা ভোটার রয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফারিজা নূর বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন’।
এর আগে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২) মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত নির্বাচন সংক্রান্ত এক পত্রে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুসরে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে।
মৃত্যুজনিত কারণে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের শূন্য ঘোষিত চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার।
উল্লেখ্য : গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৪ টা ৩৪ মিনিটে চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে মারা গেছেন কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া। এরপর নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৬ সালের ১১ এপ্রিল নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আব্দুল কাদির মিয়ার নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে।
আরো জানতে…..
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ অক্টোবর
নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার ইন্তেকাল