২৩ ফেব্রুয়ারি শনিবারের রাশিফল
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসার বাড়তি অর্থ বিনিয়োগ। উপহার প্রাপ্তি। মুরুব্বির সঙ্গে বাকবিতন্ডা। বিলাসিতার জন্য ব্যয়। আর্থিক যোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
শরীরিক সমস্যা ব্যবসায়ে ক্ষতির সম্ভবনা। প্রেম, দাম্পত্যে জীবনে সমস্যা আসতে পারে। বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভবনা।
মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটি খুব একটা ভাল নাও হতে পারে। ব্যবসায় আর্থিক কারনে বিবাদ। বাচালতার জন্য অশান্তি হতে পারে। প্রেমে বাধা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় শুভ পরিবর্তন। প্রেমে সমস্যা বাড়তে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দুর গড়াতে পারে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
পথে আঘাত লাগতে পারে। উপযুক্ত সম্মান নাও পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমের ব্যাপারে সুখবর আসতে পারে। অর্থ নিয়ে বিবাদ হতে পারে। গঠনমূলক কাজে উন্নতির সম্ভাবনা। বাড়তি ব্যয়।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায় শুভ সুযোগ। বিবাহ ব্যাপারে বাসায় আলোচনা শুরু হতে পারে। চাকুরীরস্থানে পরিবর্তনের যোগ। প্রেমে মন কষ্ট।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ভাল কাজে বাধা পড়তে পারে। ব্যবসায় সতর্কতা প্রয়োজন। বন্ধুমহলে অশান্তি আসতে পারেন। অর্থ ব্যয়।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মানসিক দুর্বলতা। প্রিয়জনের থেকে উপহাস জুটতে পারে। ব্যবসায় আর্থিক লাভ। প্রেমযোগ মিশ্র।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমের ক্ষেত্রে কারো উপর অতিরিক্ত নির্ভর না করাই ভাল। কর্মক্ষেত্রে শুভ যোগ বর্তমান। ব্যবসায়ে শুভ ফললাভের সম্ভাবনা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নিজের দাম্ভিকতা ছাড়লেই তবেই পরিবারে শান্তি আসবে। ব্যবসায় চাপ আসতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সাময়িক ব্যবসায়ে মনযোগ কমতে পারে। প্রেমে মানসিক চঞ্চলতা। আত্মীয় অশান্তি খারাপ দিকে যেতে পারে।