আন্তর্জাতিক

ভারতকে জবাবে দিতে ‘সমস্ত শক্তি’ নিয়ে প্রস্তুত পাকিস্তান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের যেকোনো হামলা প্রতিহত করতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

একইসঙ্গে এমন কিছু ঘটলে ‘পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি করেছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।

শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্ভাব্য হামলার জন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুতি নেয়ার অনুমতি দেয়ার পরই ওই সেনা কর্মকর্তা এমন হুঁশিয়ারি দিলেন বলে খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা।

‘আমাদের যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই। কিন্তু, পূর্ণমাত্রার হুমকির বিরুদ্ধে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব যে, আপনারা চমকে যাবেন,’ শুক্রবার রাওয়ালপিণ্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন মেজর জেনারেল আসিফ গাফুর।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধে জড়াতে চাই না। যদি এটা আমদের ওপর চাপিয়ে দেয়া হয়, তাহলে জবাব দেয়ার অধিকার আমাদের রয়েছে।’

গত ১৪ ফেব্রুয়ারি জইশ-এ মোহাম্মদ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ কনভয়ে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৪২ জনকে হত্যার দায় স্বীকার করে।

এরপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত ‘চোয়াল ভাঙ্গা’ জবাব দেয়ার হুমকি দেয়।

১৯১৮৯ সালে কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

যদিও পাকিস্তান কোনোভাবেই এই হামলায় জড়িত নেই বলে দাবি করছে।

এক বিবৃতিতে পাকিস্তান এই হামলার বিষয়ে তদন্তে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। হামলায় পাকিস্তানের মাটিতে রয়েছে এমন কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকে শাস্তি দেয়ারও ঘোষণা দেয়া হয়েছে।

পাকিস্তান ‘সন্ত্রাসবাদ’সহ সব ইস্যুতে ভারতের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে বলে জানায় আলজাজিরা।

আগে পাকিস্তান কাশ্মীরের বিদ্রোহী দলগুলোকে সমর্থন দিচ্ছে এমন অভিযোগের সপক্ষে প্রমাণ দাবি করে।

ভারত ও পাকিস্তান কাশ্মীরের অংশ বিশেষ শাসন করলেও দু’দেশই কাগজ-কলমে পুরো রাজ্যই তাদের বলে দাবি করে। কাশ্মীরকে ঘিরে ইতোমধ্যে দু’বার যুদ্ধে জড়িয়েছে পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দু’টি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button