গাজীপুরে স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই তরুণ খেলোয়াড়ের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করার সময় বজ্রপাতে দুই তরুণ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মহানগরের বরুদা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মিজানুর রহমান (১৬) এবং কালীগঞ্জের আজমতপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে নাদিম (১৬)। মিজান বরুদা এলাকার আইডিয়াল স্কুলের নবম শ্রেণিতে এবং নাদিম আজমতপুর হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের সহপার্টিরা বলেন, তারা একসঙ্গে শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে আসে। তাদেরকে প্রশিক্ষক (কোচ) বাড়ি চলে যেতে বলেন এবং প্রশিক্ষকও চলে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে। হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই দুইজন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাহিদুল ইসলাম বলেন, দুপুর পৌণে ১টার দিকে ওই দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
শহীদ বরকত স্টেডিয়ামের প্রশিক্ষক আনোয়ার হোসেন লিটন সাংবাদিকদের জানান, করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন বৃহস্পতিবার আসলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। তিনিও বাসায় চলে যান। পরে শুনেছেন কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। তাদের মধ্যে ওই দুইজন বজ্রপাতের শিকার হয়ে মারা গেছে।