গাজীপুর
কালিয়াকৈরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার সফিপুরের পেঁপেবাগান বালুর মাঠ এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম নাজমুল ইসলাম (২৭)। তিনি সফিপুরের আন্দারমানিক এলাকায় থাকেন এবং রেন্ট-এ-কারের গাড়ি চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালুর মাঠ এলাকায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে রাত ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধর করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম জানান, নিহত যুবকের হাত বিচ্ছিন্ন এবং ঘাড়ে ধারলো আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।