রাশিফল

মিথুনে প্রেম শুভ, মেষে স্বাস্থ্যহানি

গাজীপুর কণ্ঠ ডেস্ক, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

দিনটি শুভ হলেও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন। স্বাস্থ্যহানি। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসায় ব্যয়। প্রেমযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সোজাসাপটা কথা বলায় অন্যরা অখুশি হতে পারে। শ্রদ্ধা দিয়ে দিনটি শুরু। মাথা ঠান্ডা রাখুন। সন্তানকে নিয়ে চিন্তিত।

মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটিতে ছোটখাটো ভ্রমণ। ব্যয় করেও আনন্দলাভ। পুরোনো পাওনা আদায়। প্রিয়জনের থেকে উপহার প্রাপ্তি। প্রেম শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রিয়জনের সঙ্গে ভ্রমণ। পরিবারে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। আর্থিক যোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নীতি কথায় বিতর্ক। প্রিয়জনের সঙ্গে বিবাদ। প্রেমে গোপন শত্রুতার যোগ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কাজে সৃজনশীলতা ধরা পড়বে। কর্মে মনোনিবেশ। আত্মবিশ্বাস। বিনোদনের পরিকল্পনা। প্রেমযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
জীবিকাসম্পন্ন কাজগুলি আজ সুসম্পন্ন নাও হতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনা থেকে দূরে থাকুন। ভ্রমণের সম্ভাবনা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারে সম্পর্ক আরও মজবুত। আত্মীয়ের সহযোগিতা। নিকটবর্তী কোনো স্থানে ঘুরতে যেতে পারেন। প্রেম যোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সদস্যদের সঙ্গে মতানৈক্য। প্রেম সমস্যায় ভুগতে পারেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আলোচনার দ্বারা বিতর্ক। কাউকে অপমান করে ফেলতে পারেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণ। প্রেম শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কাজগুলি পূর্ব পরিকল্পনা মাফিক সম্পন্ন হবে। আর্থিক লাভ শুভ। মা বাবার থেকে সুসংবাদ। প্রেম সমস্যার সমাধান।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনটি খুশিতে ভরে উঠবে। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ না নেওয়াই ভালো। প্রেম নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button